গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
এক নজরে
সামরিক ভূ-সম্পত্তি প্রশাসকের কার্যালয় (এমইও) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সামরিক ভূমি। ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন একটি অফিস যা মূলত সামরিক বাহিনী সমূহের ব্যবহৃত সকল প্রকার ভূমি এবং ভূমির উপরিস্থিত বৃক্ষরাজিসহ ভূমি সংক্রান্ত যাবতীয় কার্যাদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে তত্ত্বাবধান করে থাকে। সামরিক ভূ-সম্পত্তি প্রশাসকের কার্যালয় (এমইও) নর্দার্ণ সার্কেল ১৯৭৭ সালে প্রথমে উত্তর বঙ্গের বগুড়ায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে স্থানান্তরিত হয়ে বর্তমান অবস্থান ক্যান্টনমেন্ট বাের্ড অফিসের ২য় তলায় এমইও অফিসের কার্যক্রম চলমান আছে।
রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অধীনে অবস্থিত সামরিক ভূ-সম্পত্তি সমূহ এই সার্কেলের অধিক্ষেত্র । এ সার্কেলের আওতাধীন ৮টি ক্যান্টনমেন্ট, ২টি নৌ বাহিনী ঘাঁটি, ১টি বিমান ঘাঁটি এবং বিভিন্ন জেলায় অবস্থিত এল ও এস টাওয়ার, এমভি রিপিটার ষ্টেশন, রাডার ষ্টেশন রয়েছে। এছাড়া ২য় বিশ্ব যুদ্ধকালীন সময়ে নির্মিত কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় অবস্থিত আসাম এ্যাকসেস সড়ক এর আওতাধীন। অত্র কার্যালয়ের আওতাধীন মােট সামরিক জমির পরিমাণ ৮৭৯২.৭৪ একর।
১। সেনা, নৌ, বিমান বাহিনীর বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন/ক্যান্টনমেন্ট, নৌঘাটি, বিমান ঘাঁটি সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ সংক্রান্ত কার্যাদি সম্পাদনকরণ।
২। প্রতিরক্ষা বিভাগীয় ভূমির GLR এবং MLR প্রস্তুত/ সংরক্ষণ।
৩। সামরিক সম্পত্তি অবৈধ দখলমুক্তকরণ।
৪। প্রতিরক্ষা বিভাগীয় জমির সীমানা সংক্রান্ত বিরােধ নিস্পত্তিকরণ।
৫। প্রতিরক্ষা বিভাগীয় জমি ইজারা এবং গাছপালা নিলামে বিক্রিত অর্থ সরকারী কোষাগারে জমাকরণ।
৬। প্রতিরক্ষা বিভাগীয় জমির ভূমি উন্নয়ন কর পরিশােধকরণ।।
৭। সামরিক কর্মকর্তা/কর্মচারীদের আবাসন প্রকল্প বাস্তবায়ণ, ইজারা চুক্তি সম্পাদন, নামজারী ও ভূমি উন্নয়ন কর আদায়করণ।।
৮। প্রতিরক্ষা বিভাগীয় জমি সংক্রান্ত মামলা পরিচালনাকরণ।
৯। দি ক্যান্টনমেন্টস ল্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন রুলস, ১৯৩৭ অনুযায়ী ক্যান্টনমেন্ট এলাকার জমি শ্রেণী বিন্যাসকরণ ও তদনুসারে ব্যবহার নিশ্চিতকরণ।
১০। প্রতিরক্ষা বিভাগীয় জমির হস্তান্তর/গ্রহণ কার্য সম্পাদন।
১১। সেটেলমেন্ট জরিপ কালে প্রতিরক্ষা বিভাগীয় জমি যথাযথ ভাবে রেকর্ড এর ব্যবস্থাকরণ।